প্রশ্নঃধাতু কেন বিদ্যুৎ পরিবহন করে?

 প্রশ্নঃধাতু কেন বিদ্যুৎ পরিবহন করে? 


উত্তরঃসকল ধাতুরই শেষ  শক্তিস্তরে কম সংখ্যক ইলেকট্রন থাকে। পর্যায় সারণির একই পর্যায়ে কোন অন্যান্য মৌলের তুলনায় এই মৌলসমূহের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বল কম থাকে । তাই ধাতব  কেলাসে এ ইলেকট্রনগুলো   পরমাণুর কক্ষপথ থেকে বের হয়ে সমগ্র ধাতবখন্ডে মুক্তভাবে চলাচল করে।  ইলেকট্রন হারিয়ে ধাতুর পরমাণুগুলো আয়নে পরিণত হয়ে এক এিমাএিক কেলাসে অবস্থান করে। এক  ইলেকট্রন সাগরে ধাতব আয়নগুলো নিমজ্জিত আছে বলে মনে হয়। এই সঞ্চারণশীল   ইলেকট্রনের কারণে ধাতু বিদ্যুৎ পরিবহন করে।

Post a Comment

0 Comments