বর্ষাকালে খাদ্যলবণ ভেজা মনে হয় কেন?

প্রশ্নঃবর্ষাকালে খাদ্যলবণ ভেজা মনে হয় কেন? 




উওরঃবর্ষাকালে বায়ুমণ্ডল জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। খাদ্য লবনে বিভিন্ন পানি গ্রাসী পদার্থ বিদ্যমান থাকে। ফলে খাদ্য লবন বায়ুমণ্ডল হতে পানি শোষণ করে পানিতে দ্রবীভূত হয়। খাদ্য লবন পানিতে দ্রবীভূত হয় তার পোলারিটির জন্য। তাই খাদ্য লবন যখন জলীয় বাষ্পের সংস্পর্শে আসে  তখন তা পোলারিটির জন্য গলে যায়।তাই বর্ষাকালে খাদ্য লবণ ভেজা মনে হয়।

Post a Comment

0 Comments