ইথানল একটি পোলার যৌগ-ব্যাখ্যা কর।

 ইথানল একটি পোলার যৌগ-ব্যাখ্যা কর।

ইথানল একটি পোলার যৌগ।কারন ইথানল কাযর্করী মূলক O-H এর সাঙ্গে যুক্ত রয়েছে সম্পৃক্ত C । C সাঙ্গে O এবং O এর সাঙ্গে H এর বন্ধন দুটি সমযোজী বন্ধন।কিন্তু O পরমানু অধিক তড়িৎ ঋনাত্মক মৌল হওয়ায় উভয় বন্ধনের ইলেক্টন O দিকে অধিক সরে আসে। ফলে C ও H এর পরমানুতে আংশিক ধনাত্মক চার্জ এবং O এর উপর সমপরিমান ঋনাত্মক চার্জ সৃষ্টি হয় । অর্থাৎ ডাইপোলার সৃষ্টি হয়।

Post a Comment

0 Comments