কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা মধ্যে পার্থক্য লিখ।

 কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা মধ্যে  পার্থক্য নিম্নে লিখা হলো-


কোলেনকাইমা-

১.কোষগুলো জীবিত। 

২.কোষপ্রাচীর অসমভাবে পুরু এবং কোণগুলো অধিক পুরু হয়।

৩.কোষগুলো লম্বাকৃতির হয়। 

৪.কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত। 

৫.কখনো কখনো ক্লোরোপ্লাস্ট  থাকে । 

  স্ক্লেরেনকাইমা- 

১. কোষগুলো মৃত।

২. কোষপ্রাচীর সমান পুরু। 

৩.কোষগুলো লম্বাকৃতির প্রন্ত দুটি  সরু হয়।

৪.কোষপ্রাচীর লিগনিনযুক্ত।

৫.ক্লোরোপ্লাস্ট থাকে না।

Post a Comment

0 Comments